দুটো প্রশ্নের আগে বান্দার পা নড়বে না | ইবনুল কাইয়িম

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম ইবন আল-কাইয়িম (رحمه الله) বলেছেন:
আল্লাহ বান্দাকে দুটো প্রশ্ন করার আগ পর্যন্ত তার পা নড়বে না। ‘তুমি কীসের ইবাদাত করতে?’ এবং ‘রাসূলগণকে কী জবাব দিয়েছিলে?’ প্রথমটির উত্তর হবে ইলম, স্বীকৃতি ও আমালে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বাস্তবায়নের মাধ্যমে আর দ্বিতীয়টির উত্তর হবে ইলম, স্বীকৃতি, আত্মসমর্পণ ও আনুগত্যে ‘আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ’-এর বাস্তবায়নের মাধ্যমে।
[যাদ আল-মাআদ: পৃ. ০৯]

সোর্স: Ar-risaalah Publications
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url