হাদিস: শাবান মাসে সাওম পালন সুন্নাহ

সালাফি দাওয়াহ বাংলা
উসামা বিন যাইদ (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি জিজ্ঞেস করলাম,
‘ইয়া রাসুলুল্লাহ! আমি তো আপনাকে শাবান মাসে যে পরিমাণ সাওম (রোজা) পালন করতে দেখি বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না।’
তিনি জবাব দেন:
‘শাবান মাস রজব এবং রামাদানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামাগুলো মানুষের রবের কাছে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা উত্তোলন করা হবে সাওম পালনরত অবস্থায়।’
[সুনান আন-নাসায়ি ও অন্যান্য, হাদিস ২৩৫৭, আল-আলবানি (رحمه الله) কর্তৃক হাসান সাব্যস্ত, সহিহ সুনান আন-নাসায়ি ২৩৫৬]

Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url