ইফতার দোয়া কবুল হওয়ার মুহুর্ত | ইবনু উসাইমিন
শাইখ ইবন উসাইমিন (رحمه الله) বলেছেন:
ইফতারের সময়ের দোয়া হচ্ছে দোয়া কবুলের মুহুর্ত কারণ একটি ইবাদাতের শেষ সময়ে এটি হয়, এবং কারণ, বেশিরভাগ সময় একজন ব্যক্তি তার ইফতারে রুহের চরম দুর্বল অবস্থায় থাকে। আর যখনই কোনো ব্যক্তি তার অন্তরের ক্ষেত্রে দুর্বল ও নরম থাকে, সে আল্লাহ আযযা ওয়া জাল্লার প্রতি অনুতাপ ও বিনয়াবনত আনুগত্যে আরো কাছাকাছি অবস্থান করে।
[ফাতাওয়া আরকানুল ইসলাম, ৪৮৬ পৃ.]
সোর্স: abuiyaad.com