আমলের যতো দুনিয়াবি কল্যাণ | ইবনু তাইমিয়্যাহ
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
সালাফদের কেউ কেউ বলেছেন, ‘নিশ্চয়, ভালো আমাল অন্তরের নূর, শরীরের জন্য শক্তিবর্ধক, মুখের উজ্জ্বলতা, অত্যাধিক রিয্ক ও সৃষ্টিকুলের অন্তরে ভালোবাসা সৃষ্টির একটি কারণ। নিশ্চয়, মন্দ আমাল অন্তরের অন্ধকার, মুখের কালিমা, শরীরের জন্য দুর্বলতা, রিয্ক কমে যাওয়া ও সৃষ্টিকুলের অন্তরে ঘৃণা জন্মানোর কারণ।’
[Diseases of the Hearts and Their Cures, Dar As-Sunnah Pubs, p.61]
সোর্স: Salafi Recordings