সহিহ আকিদাহর তাৎপর্য
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
যে ব্যক্তি তার নিজের জন্য সাফল্য চায়, চায় তার ইবাদাহ কবুল হোক এবং একজন সত্যিকার মুসলিম হতে চায়, তার কর্তব্য হলো—আকিদাহর প্রতি মনোযোগ দেওয়া, সঠিক আকিদাহ এবং যা এর বিরোধী হয়, একে বিনষ্ট করে ও এর বিলুপ্তি ঘটায় তা জানার মাধ্যমে যতক্ষণ না তার ইবাদাহ এর ওপর ভিত্তি করে হয়ে থাকে।
[আল-মুনতাকা মিন ফাতাওয়া আল-ফাওযান, ১ম খণ্ড, পৃ. ২৩]
সোর্স: Markazus Sunnah Ghana