আল্লামাহ ইবন উসাইমিনের রেখে যাওয়া মিরাস

সালাফি দাওয়াহ বাংলা



প্রখ্যাত শাইখ, আল-আল্লামাহ, আল-ফকিহ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (رحمه الله)-এর ইন্তেকালের ২০ বছর হয়ে গেল। তিনি ইলমের এই ঐতিহ্য ও ভান্ডার পেছনে রেখে গেছেন:

  • ১,৫৬,৯২৫ পৃষ্ঠা
  • ১৮০টি বই
  • ২৪৪ খণ্ড
  • ৭০০০ ঘণ্টার অডিয়ো
  • ৩০,১৬৬ ফাতাওয়া (ইসলামিক রায়)
নিচের বিষয়গুলোর ওপর তাঁর লেখা:

  • তাফসির ও ইলমুল কুরআনের (Sciences of the Qur'ān) ওপর লেখা বই ৩৬টি
  • হাদিস ও ইলমুল হাদিসের (Sciences of Hadith) ওপর লেখা বই ১৮টি
كتاب العلم
  • আকিদাহর (বিশ্বাস) ওপর লেখা বই ২৮টি
  • ফিকহ (ইসলামি শরিয়াহ), ফিকহের মূলভিত্তি ও ফিকহের মূলনীতির ওপর লেখা বই ৫৬টি
  • নবি ()-এর সিরাহর (জীবনী) ওপর লেখা বই ২টি
  • ফাতাওয়া (ইসলামি রায়) ও মাজালিসের ওপর লেখা বই ১৭টি
  • আরবি ভাষা ও এর ইলমের (Science) ওপর লেখা বই ৬টি
  • তালিবুল ইলমের আদব-আখলাকের ওপর লেখা বই ৪টি
  • সাধারণ বিষয়াদিতে লেখা বই ১৩টি
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url