কুফফারদের ওপর মুসলিমরা যেভাবে বিজয় লাভ করে

সালাফি দাওয়াহ বাংলা
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:

র অনুরূপভাবে, আশ-শামে (পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল) ইসলামের সূচনালগ্নে দুনিয়াবি জীবন ও দ্বীনের ক্ষেত্রে সুখকর অবস্থা বিরাজমান ছিল।

অতঃপর ফিতান (দুঃখ-দুর্দশা) সংঘটিত হয় এবং সার্বভৌমত্ব তাদের হাত থেকে ফসকে যায়।

এরপর মুনাফিকিন, যানাদিকাহ, ও ক্রুসেডাররা তাদের সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের (শামের লোকদের) ওপর আধিপত্য লাভ করে এবং তারা বাইতুল মাকদিস (জেরুজালেম) ও কাব্‌র আল-খালিল (হেবরনের টোম্ব) জয় করে নেয়, এবং সেখানে যে দালানগুলো ছিল, সেগুলোকে গির্জায় রূপান্তর করে।

তারপর মুসলিমরা তাদের দ্বীনের পরিশুদ্ধি ঘটায়, তাই আল্লাহ তাদেরকে সম্মানিত করেন এবং তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেন, যখন তারা আল্লাহ ও তাঁর রাসুলের (ﷺ) আনুগত্য করে এবং তাদের ওপর তাঁদের রবের নাযিলকৃত বিষয়ের অনুসরণ করে।

আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য হলো সুখের কেন্দ্র, এবং সুখ একে কেন্দ্র করে আবর্তিত হয়।
[মাজমু আল-ফাতাওয়া: ২৭/৪৩৭]

সোর্স: San Diego Salafi Dawah
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url