ইলম কেন শিখবো | শাইখ আলি আল-হুজাইফি
শাইখ আলি আল-হুজাইফি (حفظه الله):
যুবকেরা! ইলম শেখো এবং এর ওপর অনড় থাকো, এবং তা লোকেদের মাঝে ছড়িয়ে দাও, আর এর মাধ্যমে আল্লাহর চেহারা কামনা করো, এর দ্বারা পরকালীন আবাস তালাশ করো এবং এর মাধ্যমে দুনিয়াবি কোনোকিছু যেমন— সুনাম, প্রশংসা, প্রতিযোগিতা ও সেরকম কিছু খুঁজো না, এবং কারো কাছ থেকে পুরস্কারের আশা করো না।
[জুমুআহর খুতবাহ, জিদ্দু ওয়াজতাহিদু ইয়া শাবাব]
সোর্স: Ar-risaalah Publications