শুধু কি কুরআন ও সুন্নাহ? | ইমাম ইবনু তাইমিয়্যাহ
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
যে ব্যক্তি মনে করবে সে সাহাবাদের দৃষ্টান্ত অনুসরণ না করে কুরআন ও সুন্নাহ থেকে নিবে এবং তাঁদের পথ গ্রহণ না করে অন্য পথ অবলম্বন করবে, তাহলে সে আহলুল বিদআহ ও দালালাহর অন্তর্ভুক্ত হবে, এবং যে ব্যক্তিই মুমিনদের মাঝে ইজমা হয়ে যাওয়া কোনোকিছুর বিরুদ্ধে যায় সে পথভ্রষ্ট...
[মুখতাসার আল-ফাতাওয়া আল-মিসরিয়্যাহ, ৫৫৬]
সোর্স: Aboo_Tasneem (X)