শাইখ সালিহ আল-ফাওযানকে কলঙ্কিত করার অপচেষ্টা

সালাফি দাওয়াহ বাংলা
অনলাইনে শাইখ সালিহ আল-ফাওযানকে কলঙ্কিত করার ধূর্ত অপচেষ্টা নতুন নয়। বস্তুত, তা সম্মান ও প্রশংসা।

ইবনু আব্বাস (رضي الله عنه) বলেছেন:
“ওয়াল্লাহি, আমার মনে হয় না দুনিয়ার বুকে আমি ছাড়া এমন কেউ আছে যার ধ্বংস দেখা শয়তানের কাছে অধিক প্রিয়।”
তাঁকে বলা হলো: “তা কেন?”

তিনি জবাব দেন:
“ওয়াল্লাহি, পূর্বে ও পশ্চিমে এমন কোনো বিদআতের আবির্ভাব ঘটে না যা কোনো লোক আমার কাছে এসে জানায় না। যখন তা আমার কাছে পৌঁছায়, আমি তা সুন্নাহ দিয়ে চূর্ণ করি, এবং এভাবে তা বাতিল বলে গণ্য হয়।”
[আল-লালিকা‘ঈ : ১২]

  • কবরপূজারিরা শাইখ ফাওযানকে ঘৃণা করে কারণ তিনি শির্‌কের বিরুদ্ধে সাবধান করেন।
  • শিয়ারা তাঁকে ঘৃণা করে কারণ তিনি তাদের যানদাকার বিরোধিতা করেন।
  • সুফিরা তাঁকে ঘৃণা করে কারণ তিনি তাদের বিদআতের বিরুদ্ধে সতর্ক করেন।
তালিকাটি আরো দীর্ঘ হবে। তাদের ঘেউঘেউ তাদের কামড় থেকে নিকৃষ্ট। আল্লাহ শাইখকে হিফাযাত করুন ও নিরাপদ রাখুন।

সোর্স: Hikmah Publications (X)
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url