রামাদানে পুরো কুরআন খতম দেওয়া | ইবনু উসাইমিন
শাইখ ইবন উসাইমিন (رحمه الله) বলেছেন:
রোজাদারের জন্য রামাদানে কুরআন খতম দেওয়া কোনো ওয়াজিব বিষয় নয়। যদিও একজন ব্যক্তির জন্য কাম্য হলো রামাদানে কুরআন তিলাওয়াতে বৃদ্ধি ঘটানো, আল্লাহর রাসুলের (ﷺ) সুন্নাহ যেমন ছিল। কারণ জিব্রিল তাঁর সাথে প্রতি রামাদানে পুনরায় কুরআন তিলাওয়াত (revise) করতেন।
[মাজমু ফাতাওয়া ইবন উসাইমিন, দার সুরাইয়া, ১৪২৩হি, ২০/১৮৪]
নোট: সালাফদের অনেকেই রামাদানে কয়েকবার করে কুরআন খতম দিতেন, প্রতি খতমের জন্য একেক সংখ্যক দিন সময় নিতেন। আর এটা একজন ব্যক্তির সামর্থ্য এবং তার একাগ্রতার ওপর নির্ভর করে। আন-নাওয়াওয়ি ব্যাখ্যা করেছেন প্রত্যেক ব্যক্তি যাতে ঐ মাত্রা ধরে রাখে যে মাত্রায় সে বুঝতে পারে সে কী তিলাওয়াত করছে।
সোর্স: AbuIyaadSP