রামাদানের সাথে একজন মুসলিমের সাক্ষাৎ যেভাবে হওয়া উচিত

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ আব্দুল আযিয ইবনু বায (رحمه الله) বলেছেন:
কোনো মুসলিমের সাথে রামাদানের সাক্ষাৎ আনন্দ, উল্লাস ও খুশির সাথে হওয়া ছাড়া রামাদানকে স্বাগত জানানোর জন্য অন্য বিশেষ কিছু আছে কি না আমার জানা নেই। আর তার উচিত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা যেহেতু তিনি তাকে রামাদান পর্যন্ত পৌঁছার তাওফিক দিয়েছেন, এবং তিনি তাকে হিদায়াহ দিয়েছেন, তাই তিনি তাকে জীবিতদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা একে অপরের সাথে আমালুস-সালিহ (ভালো আমল) করার ক্ষেত্রে প্রতিযোগিতা করে।
[মাজমু আল-ফাতাওয়া, ৯ম খণ্ড, ১৫ পৃষ্ঠা]

সোর্স: Pristine Methodology
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url