জীবন খুবই সংক্ষিপ্ত...
উস্তায আবু সুহাইলাহ উমার কুইন (حفظه الله) বলেছেন:
ইলম ও ইবাদাহ নিয়ে ব্যস্ত থাকুন। জীবন খুবই সংক্ষিপ্ত। সরে আসুন এবং নিজেকে এমন কিছুতে জড়াবেন না যার পরিণতির ব্যাপারে আপনি আফসোস করবেন। সবার ওপর নিজের ও পরিবারের কল্যাণের কথা নিয়ে চিন্তিত হোন। এসব সুন্নাহ থেকে নেওয়া চিরন্তন উপদেশ যা ঘিরে আস্ত গ্রন্থ রচিত হয়েছে।
সোর্স: AbooSuhailah