রামাদানে মদপানের অপরাধের সাজা

সালাফি দাওয়াহ বাংলা
রামাদানে মদপানের অপরাধে এক লোককে আলি বিন আবি তালিবের (রাদিয়াল্লাহু আনহু) কাছে ধরে আনা হয়। তিনি তাকে (মদপানের দণ্ড হিসেবে) আশিবার বেত্রাঘাত করেন, এরপর তাকে জেলে নিয়ে যাওয়ার আদেশ দেন। পরদিন তিনি তাকে বের করেন এবং (অতিরিক্ত) বিশবার বেত্রাঘাত করেন। তারপর তিনি বলেন: ‘এই বিশবার বেত্রাঘাত তোমাকে আমি রামাদানে তোমার সাওম ভাঙার এবং আল্লাহ আযযা ওয়া জাল্লার প্রতি তোমার স্পর্ধার কারণে করলাম।’
[হাসান, মুসান্নাফ আব্দির-রাযযাক, ১৩৫৫৬]

সোর্স: Arafat bin Hassan (X)
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url