সত্যের পতাকা উঁচু করা | আল-হাফিয আয-যাহাবি
আল-হাফিয আয-যাহাবি (رحمه الله) বলেছেন:
ওয়াল্লাহি! বিকৃতি ছড়িয়েছে, বিদআতের আবির্ভাব ঘটেছে, সুনান* হারিয়ে গেছে, আর যারা সত্য বলে তাদের সংখ্যা কমে গেছে। কোনো ইলমি ব্যক্তিত্ব যদি ইখলাস ও সততার সাথে কথা বলতে চান, তিনি হালের কোনো কোনো আলিমের বিরোধিতার শিকার হবেন। তারা তাঁকে গালাগাল দিবে এবং জাহিল হিসেবে বিবেচনা করবে—লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
[সিয়ার আলাম আন-নুবালা, ১৪/১৬৬]
* সুন্নাহর (سنة) বহুবচন হলো সুনান (سنن)
সোর্স: IbnAkhdar (X)