সাইয়িদ কুতুব আল-মুবতাদির ব্যাপারে শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি
আল-মুহাদ্দিস, আল-ইমাম আল-আলবানি (رحمه الله رحمة واسعة) কুতুবের খণ্ডনে লেখা শাইখ রাবি বিন হাদি আল-মাদখালির (حفظه الله) ৪টি বইয়ের একটি – ‘আল-আওয়াসিম মিম্মা ফি কুতুব সাইয়িদ কুতুব মিনাল কাওয়াসিম’ সম্পর্কে মতামত দিয়ে গিয়ে বলেন:
“সাইয়িদ কুতুবকে আপনি যা কিছু দিয়ে খণ্ডন (رد) করেছেন, তা সত্য (حق) ও সঠিক (صواب)। এবং এই রদের মাধ্যমে ‘ইসলামি ঐতিহ্যের’ অল্পকিছু হলেও পড়া কারো কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট হবে যে, ইসলামের উসুল (মৌলিক) ও ফুরুর (শাখাগত) ব্যাপারে সাইয়িদ কুতুবের কোনো ইলম ছিল না। তাই, ইয়া আখ রাবি, তার জাহালাত ও ইসলাম থেকে পথবিচ্যুতির ব্যাখ্যা ও উন্মোচন করার ওয়াজিব পূর্ণ করার জন্য আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুক।”
[১৯৯৯ সালে শাইখের ইন্তেকালের আগে তাঁর নিজ হাতে লেখা চিঠি থেকে সংগৃহীত যার একটি ফটোকপি মূল বইতে এর ‘পরিশিষ্ট’ হিসেবে সংযোজিত হয়েছে]