রামাদানে অলসতা থেকে বিরত থাকুন | সালিহ আল-ফাওযান
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
অবহেলা ও অলসতা থেকে সতর্কতা অবলম্বন করা শর্ত, ঘুমানোর মাধ্যমে বিশ্রাম নেওয়াতে সমস্যা নেই, যতক্ষণ আপনি আপনার সালাতের ব্যাপারে অবহেলাপূর্ণ না হন (অতিরিক্ত ঘুম ও ছুটে যাওয়া), কিন্তু ঘুম যাতে আপনার মূল্যবান সময়কে নিয়ন্ত্রণ না করে, রামাদানের মহিমান্বিত সময়, যা হয়তো আপনি এবছরের পর আবার নাও দেখতে পারেন (যদি আগামী বছরের আগেই আপনি মারা যান) এবং যার ফলে আপনি বারাকাহ ও কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যান।
[كلمات رمضانية ٠١، ١٤٣٩ه]
সোর্স: Salafi Dawah Lancs