যে সাহাবির মৃত্যুতে রাহমানের আর্শ কেঁপে উঠেছিল!
সাদ বিন মুয়ায (رضي الله عنه) ছিলেন একজন সম্মানিত সাহাবি। তিনি আনসারের অন্তর্ভুক্ত ছিলেন যেহেতু তিনি মাদিনায় অবস্থিত আওস গোত্রের একজন। শুধু তাই নয়, তিনি ছিলেন গোত্রনেতা। ফলে, তাঁর ইসলামগ্রহণের সাথে সাথে তাঁর পুরো উপগোত্র ইসলামগ্রহণ করে। তিনি রাসুল (ﷺ)-এর সাথে বহু যুদ্ধে লড়েন। তিনি যখন ইন্তেকাল করেন তখন একটি অলৌকিক ঘটনা ঘটে। নবি (ﷺ) বলেছেন: ‘সাদ বিন মুয়াযের মৃত্যুতে রাহমানের আর্শ কেঁপে উঠেছিল।’
[সহিহ আল-বুখারি: ৩৮০৩, ২৬৩৪, সহিহ মুসলিম: ২৪৬৬]
সোর্স: TROID