এটাই রামাদান | আল-আল্লামাহ আব্দুর রহমান আল-মুআল্লিমি
আল-আল্লামাহ আব্দুর রহমান আল-মুআল্লিমি (মৃ. ১৩৮৬হি, رحمه الله) বলেছেন:
এটাই রামাদান; তাওবাহ, (গুনাহ থেকে) সংযম, (ভালো কাজ করতে) দৃঢ় প্রচেষ্টা ও ছুটে যাওয়ার মাস। এতে তাঁর সুমহান যিক্র (আল-কুরআন) নাযিল হয় এবং তিনি একে কদরের রাতে বিশিষ্টতা দান করেন। তাই তার প্রতি সুসংবাদ যে ঠিকভাবে তার সাওম পালন করে এবং রাতে (সালাতে) দাঁড়ায়, এবং গুনাহর উৎসসমূহ থেকে তার অঙ্গপ্রত্যঙ্গকে বাঁচায় আর নিরর্থ কথাবার্তা থেকে দমিয়ে রাখে। আল্লাহর যিক্র ছাড়া সে আর কিছুই উচ্চারণ করে না, এবং এটাই সাওমের মর্মার্থ।
[আসার আল-মুআল্লিমি, ২২/৭]