সময় নষ্ট করবেন না! | শাইখ বিন বায
শাইখ আব্দুল আযিয বিন বায (رحمه الله) বলেছেন:
সময়ের অপর নাম জীবন। যারা তাদের সময় নষ্ট করে তারা আসলে তাদের জীবন নষ্ট করছে; আর যারা তাদের জীবন নষ্ট করে তারা যখন দেরি হয়ে যাবে তখন আফসোস করবে এবং ইহকালীন জীবনে আবার ফিরে আসতে চাইবে যাতে তারা ভালো আমল করতে পারে।
[মাজমু আল-ফাতাওয়া ইবন বায, ১৬শ খণ্ড, ২৬১-২৬২ পৃ.]
সোর্স: MajmooF