রামাদানের আমলের মর্যাদা
ইব্রাহিম আন-নাখায়ি (رحمه الله) বলেছেন:
রামাদানে একদিন রোজা রাখা অন্যান্য সময়ে এক হাজার দিন রোজা রাখার চেয়ে উত্তম। এবং এতে একবার তাসবিহাহ (সুবহানাল্লাহ বলা) অন্যান্য সময়ে এক হাজার বার তাসবিহাহ বলার চেয়ে উত্তম। আর এতে এক রাকাত (সালাত) আদায় করা অন্যান্য সময়ে এক হাজার রাকাতের চেয়ে উত্তম।
[লাতাইফ আল-মাআরিফ, পৃ. ১৫১]
সোর্স: Pristine Methodology