নেক আমল না করার আফসোস
আবু বকর ইবন আইয়াশ (মৃ. ১৯৩হি, رحمه الله) বলেছেন:
নিশ্চয়ই, তোমাদের কারো যদি কোনো দিরহাম পড়ে যায়, তার পুরো দিনটা সে এই বলে কাটিয়ে দেবে যে, ‘নিশ্চয়ই, আমরা আল্লাহর জন্য, আমার দিরহাম চলে গেছে’, কিন্তু সে বলবে না, ‘আমার দিন চলে গেছে, আমি এতে (সৎ আমলের) কিছুই করিনি।’
[হিলয়াতুল আওলিয়া: ৮/৩০৩]