২৭শে রামাদান কি লাইলাতুল কদর হিসেবে বিবেচিত? | ইবনু উসাইমিন
শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিনকে (رحمه الله) প্রশ্ন করা হয়:
“মুসলিমদের অনেকে রামাদানের ২৭তম রাতকে লাইলাতুল কদর হিসেবে নেয়। এই নির্দিষ্টকরণের কি কোনো ভিত্তি আছে?”
শাইখ উল্লেখ করেছেন:
“হ্যাঁ, এই নির্দিষ্টকরণের ভিত্তি রয়েছে। রামাদানের ২৭তম রাতটি লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা বেশি, যেভাবে সহিহ মুসলিমের একটি হাদিসে উবাই ইবন কাব (رضي الله عنه) থেকে বর্ণিত হয়েছে। তা সত্ত্বেও, আহলুল ইলমের একটা বড়ো মত—৪০ বা তারও বেশি—হলো লাইলাতুল কদর শেষ দশ রাতে নিহিত...”
[মাজমু ফাতাওয়া ওয়া রাসাইল আল-উসাইমিন, ১৪শ খণ্ড, ২৪২ পৃ.]
সোর্স: @troidorg, Toronto, Ontario, Canada