মানুষ মাফ করে না, কিন্তু আল্লাহ মাফ করেন
মাইমুন বিন মিহরান (رحمه الله) বলেছেন:
যে ব্যক্তি গোপনে গুনাহ করে, তার উচিত গোপনে তাওবাহ করা। আর যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে, তার উচিত প্রকাশ্যে তাওবাহ করা। নিশ্চয়ই, মানুষ লজ্জা দেয় এবং মাফ করে না, কিন্তু আল্লাহ মাফ করেন এবং লজ্জা দেন না।
[সিয়ার আলাম আন-নুবালা, ৫/৭৫]