অন্তরের অবস্থার কারণে গুনাহ মাফ হয়ে যাওয়া | ইমাম আস-সাদি

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম আব্দুর রহমান আস-সাদি (رحمه الله) বলেছেন:
আল্লাহ যার অন্তরে দৃষ্টি দেন এবং জানতে পারেন যে, সেখানে তাঁর দিকে (তাওবাহর মাধ্যমে) ফিরে আসা, তাঁকে ভালোবাসা, এবং যা কিছু তাকে তাঁর নিকটবর্তী করে সেগুলোকে ভালোবাসা ব্যতীত আর কিছুই নেই, তার দ্বারা যদি মানব প্রকৃতির (গুনাহ) কিছু ঘটেও যায়, আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং তাকে ক্ষণস্থায়ী ও অস্থিতিশীল বিষয়গুলোর জন্য ক্ষমা করবেন।
[তাইসিরুল কারিম আর-রাহমান, ৪৫৬ পৃ.]

সোর্স: Ar-risaalah Publications
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url