তার জন্য সুসংবাদ যে মৃত্যুবরণ করেছে এবং তার গুনাহগুলো তার সাথে মারা গেছে
ইমাম আশ-শাতিবি (رحمه الله) বলেছেন:
তার জন্য সুসংবাদ যে মৃত্যুবরণ করেছে এবং তার গুনাহগুলো তার সাথে মারা গেছে। আর তার জন্য দীর্ঘ দুর্ভোগ যে মারা যায় এবং তার গুনাহগুলো একশ ও দু’শ বছর ধরে রয়ে যায়, সেগুলোর কারণে তার কবরে শাস্তি পেতে থাকে, এবং যতক্ষণ না সেসবের (প্রভাব) অবসান না ঘটে ততক্ষণ সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হয়।
طوبى لمن مات وماتت معه ذنوبه والويل الطويل لمن يموت وتبقى ذنوبه مائة سنة ومائتي سنة يعذّب بها في قبره ويسأل عنها إلى انقراضها
[আল-মুয়াফাকাত: ১/২২৯]
সোর্স: AbuIyaadSP