সহিহ-শুদ্ধ আকিদাহ লালন করা দ্বীনের বুনিয়াদ ও ভিত্তি

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ উবাইদ আল-জাবিরি (رحمه الله) বলেছেন:
সহিহ-শুদ্ধ আকিদাহ লালন করা দ্বীনের বুনিয়াদ ও ভিত্তি; সুতরাং, যে আকিদাহকে হালকাভাবে নেয় এবং এব্যাপারে অবহেলা করে সে হয়:
 
[১] একজন জাহিল লোক যে কীভাবে দাওয়াহ দিতে হয় তা জানে না, তাই সে সবাইকে অনুসরণ করে
[২] একজন হাওয়ার (প্রবৃত্তি) অনুসারী এবং বিদাতি যে অসাধু ও পথভ্রষ্ট।
[তাবসিরাহ আল-খালাফ, পৃ. ৫৩]

সোর্স: TROID, Toronto, Canada
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url