উলামাদের অবস্থান ও স্তরকে স্বীকার করা উম্মাহর কর্তব্য
শাইখ রাবি ইবন হাদি আল-মাদখালি (حفظه الله):
উম্মাহর ওপর কর্তব্য হলো উলামাদের অবস্থান ও স্তরকে স্বীকার করা। তাদের (উম্মাহ) আরও জানা আবশ্যক যে, উলামাদেরকে ভালোবাসা এবং আনুগত্য করা তাদের জন্য ওয়াজিব। উলামাদেরকে ঘৃণা করা আল্লাহর দ্বীন এবং এই দ্বীনের বাহকদের ঘৃণা করা হিসেবে বিবেচিত; শুধু তাই নয়, উলামাদেরকে ঘৃণা করা তাঁদের আম্বিয়াদের কাছ থেকে ওয়ারিশপ্রাপ্ত সঠিক ইলমকে ঘৃণা করার দিকে নিয়ে যায়। তাই, যারা তাঁদেরকে এবং তাঁদের বিশ্বাসকে ঘৃণা করে তারা সাবধান।
[মারহাবান ইয়া তালিবুল ইলম, পৃ. ৬০-৬১]
সোর্স: TROID, Toronto, Canada