হারাম সম্পর্ক ও ভালোবাসার বন্ধনগুলো সময়ের অপচয়
শাইখ মুহাম্মাদ বিন গালিব আল-উমারি (حفظه الله):
(হারাম) সম্পর্ক ও ভালোবাসার বন্ধনগুলো সময়ের অপচয় এবং এমন কতক আশা যা হাওয়ার মতো উড়ে যায়। এধরনের সম্পর্কগুলোর শুরু এক অ্যাডভেঞ্চার যার পরিণতি কেউ হিসেব করে না, এবং এর অবসান হয় মানসিক ক্ষতি (Psychological damage) ও অসংহতি অথবা নৈতিক অবক্ষয়ে (Moral corruption)।
সত্যিকার ভালোবাসা অর্জনের সংক্ষিপ্ত পথ হলো বিয়ে।‘দুজনের পারস্পরিক ভালবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প নেই।’
আল্লাহর রাসুল (ﷺ) একটি হাদিসে বলেছেন: