রামাদান শেষ হতে চলল...
আল-আল্লামাহ আব্দুর রহমান ইবন ইয়াহইয়া আল-মুআল্লিমি আল-ইয়ামানি (رحمه الله) বলেছেন:
রামাদানের ছায়া ক্ষীণ হয়ে গেছে, শাওয়ালের হিলাল উদিত হওয়ার অপেক্ষায়। সুতরাং, চেয়ে দেখুন এতে (অর্থাৎ, রামাদানে) আপনি কী জমা করেছেন এবং রামাদানকে আপনি নেক আমাল ও মকবুল দোয়ার মধ্যে কী দিয়ে বিদায় জানাচ্ছেন। হতে পারে, আমাদের অনেকেই পরবর্তী (রামাদান) পর্যন্ত পৌঁছাতে পারবো না কিংবা পারবো কিন্তু সেটায় (এই রামাদানে) যা করছি তা করতে পারবো না। তাই, (নেক আমালের জন্য) অবশিষ্ট ঘণ্টাগুলো লুফে নিন, কারণ তা (অর্থাৎ, এই ঘণ্টাগুলো) নেক আমালের ভান্ডার।
[আসার আল-মুআল্লিমি আল-ইয়ামানি, ২২/৪৫]
সোর্স: Pristine Methodology