‘সালাফি’ শব্দটি কি মানুষকে বিভক্ত করে? | শাইখ সালিহ আল-ফাওযান
শাইখ সালিহ আল-ফাওযানকে (حفظه الله) প্রশ্ন করা হয়:
(দাওয়াহর) ময়দানে কিছু দাঈ - আল্লাহ তাদের হিদায়াহ দিক - বলে: ‘সালাফি’ শব্দটি মানুষকে বিভক্ত করে, তাই বলবেন না ‘আমি সালাফি’।
শাইখ জবাবে বলেন:
‘সালাফি’ শব্দটি সালাফি, যারা সালাফদের মাযহাবের ওপর আছে এবং বিদআতি, পথভ্রষ্টতার অনুসারীদের মধ্যে পার্থক্য করে। এটা বরং মর্যাদাপূর্ণ যে, কোনো ব্যক্তি সালাফদের পথের ওপর আছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, “আমি আমার পিতৃপুরুষ ইবরাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাত অনুসরণ করি। আল্লাহর সাথে কোনোকিছুকে শরিক করা আমাদের জন্য সঙ্গত নয়।” তাই, তাওহিদে, আকিদাহতে সালাফদের অনুসরণ করা মর্যাদাপূর্ণ ও প্রশংসাযোগ্য। তো, আমরা (এটা নিয়ে) গর্বিত এবং আমরা আল্লাহর কাছে চাই যাতে তিনি আমাদেরকে সালাফদের পথের ওপর রাখেন এবং যে আমাদের কাছ থেকে পৃথক হয়ে যায় তার পৃথক হওয়া সত্ত্বেও আমাদেরকে তিনি যাতে এর ওপর অটল রাখেন। আমরা (শুধুই) মানুষকে একত্রিত করি না, বরং, আমরা তাদেরকে সালাফদের পথ ও শুদ্ধ আকিদাহর দিকে ডাকি। যদি তারা সাড়া দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তারা আলাদা হতে চায়, তবে তারা ও যা কিছু তারা পছন্দ করে, তা তাদের জন্যই।
[আল-ইজাবাত আল-ফাসিলাহ আন শুবুহাত আল-হাসিলাহ: পৃ. ৬০]
সোর্স: salafis.com