“বিন লাদিন একজন শয়তান খবিস...” - শাইখ আহমাদ আন-নাজমি
শাইখ আহমাদ বিন ইয়াহইয়া আন-নাজমিকে (رحمه الله) জিজ্ঞেস করা হয়:
কিছু লোক দাবি করে যে, বিন লাদিনই হলো প্রতীক্ষিত মাহদি (নেতা) এবং তারা তাকে “আমিরুল মুমিনিন” উপাধি প্রদান করে। তো, এতে (এবিষয়ে) আপনার কী উপদেশ?
শাইখ জবাব দেন:
এরা (যারা এরকম দাবি করে) হচ্ছে শয়তান। এরাই শয়তান। বিন লাদিন একজন শয়তান খবিস (অতি নোংরা শয়তান), একজন খারিজি (পথভ্রষ্ট বিদ্রোহী)। তার প্রশংসা করা কারো জন্য জায়েয নেই। যে তার প্রশংসা করে, তা প্রমাণ করে যে সে তার ন্যায় (বিন লাদিন) একজন খারিজি...যে ব্যক্তিই তার প্রশংসা করে, তা সাক্ষ্যপ্রমাণ যে সে তার মতো একজন খারিজি।
সোর্স: islamagainstextremism.com