প্রবৃত্তির কারণে পাপকারীর ব্যাপারে আশা রাখুন

সালাফি দাওয়াহ বাংলা
সুফইয়ান বিন উয়াইনাহ (মৃ. ১৯৪হি) - رحمه الله - বলেছেন:
যে প্রবৃত্তির কারণে পাপ করে, তার ব্যাপারে আশা রাখো এবং যে অহংকারবশতঃ পাপ করে, তার ব্যাপারে আশঙ্কা করো; কারণ আদম প্রবৃত্তির তাড়নায় পাপ করেছিলেন এবং ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন, যেখানে ইবলিস অহংকারের কারণে পাপ করেছিল এবং সে (চিরকালের জন্য) অভিশপ্ত হয়েছে।
[সিয়ার আলাম আন-নুবালা: ৮/৪৬১]

Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url