বিন লাদিন আল-খারিজির প্রতি শাইখ বিন বাযের উপদেশ

সালাফি দাওয়াহ বাংলা
শাইখুল ইসলাম আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন বায (মৃ. ১৪২০হি/১৯৯৯খ্রি) - رحمه الله - বলেছেন:
অতএব, আল-মাসআরি, আল-ফাকিহ ও ইবনু লাদিন এবং যারাই তাদের পথের ওপর চলে তাদের প্রতি আমার নাসিহাহ হলো তারা যাতে এই ধ্বংসাত্মক পথ ছেড়ে দেয়, এবং আল্লাহকে ভয় করে, আর যাতে আল্লাহর বদলা ও ক্রোধের ব্যাপারে সতর্ক হয়, এবং হিদায়াহর পথে ফিরে আসে, আর যেন যা কিছু তাদের মাধ্যমে ঘটেছে সেসবের জন্য আল্লাহর কাছে তাওবাহ করে।
[মাজমু-উল-ফাতাওয়া ওয়া মাকালাতুল মুতানাওয়্যিয়াহ, ৯ম খণ্ড, ১০০ পৃ.]

সোর্স: salafipublications.com
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url