“তারা চেয়েছিল প্রত্যেক মুসলিমকে হত্যা করতে!” - ইবনু তাইমিয়্যাহ
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
তারা মুসলিমদের জন্য বাকিদের চেয়ে অধিক ক্ষতিকর – এবং তাদের চেয়ে খারাপ মুসলিমদের জন্য আর কেউ নেই, না ইহুদিরা, না খ্রিস্টানরা। তারা চেয়েছিল প্রত্যেক মুসলিমকে হত্যা করতে যারা তাদের সাথে একমত হয়নি। মুসলিমদের রক্ত ঝরানো, তাদের মাল-সম্পদ নিয়ে ফেলা, এবং তাদের সন্তানদের হত্যা করাকে তারা হালাল করে নিয়েছে, তাদেরকে কাফির ঘোষণা করেছে – তারা (খাওয়ারিজ) তাদের চরম অজ্ঞতা (জাহালাত) ও পথভ্রষ্ট বিদআতের কারণে এই পথকে তাদের দ্বীন বানিয়েছে...।
[মিনহাজ আস-সুন্নাহ: ৫/২৪৮]
সোর্স: abukhadeejah.com