মানুষের প্রশংসার মানদণ্ড বংশ-পরম্পরা নয়
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (মৃ. ৭২৮ হি) - رحمه الله - বলেছেন:
আল্লাহর কিতাবে এমন একটিও আয়াত নেই যেটা কাউকে তাদের বংশ মর্যাদার কারণে প্রশংসা করেছে, এমনও নেই যেটা কাউকে তাদের বংশ মর্যাদার কারণে সমালোচনা করেছে; ইমান ও তাকওয়ার কারণেই তা মানুষের প্রশংসা করে।
[মাজমু আল-ফাতাওয়া: ৩৫/২৩০]
সোর্স: Sunnah Publishing, Grand Rapids, Michigan, USA