আল্লাহ তাআলা পার্থিব এই জীবনের বর্ণনা দিয়েছেন ধোঁকার সামগ্রী (متاع الغرور) হিসেবে, যা এমন বস্তু অর্জন করার পেছনে ব্যয় করা জীবনের যথার্থ বর্ণনা যেসবের মূল্য আপনার অর্জন করতে না করতেই কমতে শুরু করে। এটাই জীবনের বাস্তবতা। আপনি এর যা কিছুই অর্জন করেন তা শুধু আপনার চাওয়া আরো বৃদ্ধি করে।
তাই, আল্লাহ আপনাকে এই দুনিয়ার সম্পদ, সময় ও নিয়ামত থেকে যা কিছু দিয়েছেন তা আপনার জন্য তাঁর প্রস্তুতকৃত জান্নাতের চিরস্থায়ী সুখ অর্জনের জন্য ব্যয় করাই কি যৌক্তিক নয়?
আপনার সকল আমলে আন্তরিক হোন এবং আল্লাহর কাছেই আপনার সাওয়াব কামনা করুন! আজ এই জীবনে আপনি যা কিছুই অর্জন করবেন কাল তা হবে মূল্যহীন।
— শাইখ আবু হাফসা কাশিফ খান (حفظه الله)