সুন্নাহর প্রতি নিজেকে সম্পৃক্ত করা লোকেদের সংখ্যা প্রচুর
শাইখ আব্দুস সালাম ইবন বারজিস (رحمه الله) বলেছেন:
তবে বর্তমানে যারা সুন্নাহর প্রতি নিজেদেরকে নিসবত (সম্পৃক্ত) করে তাদের সংখ্যা প্রচুর এবং যারা আহলুস সুন্নাহর লেবাস পরিধান করে করে তারা সংখ্যায় অনেক। এমন পর্যায়ে চলে গেছে যে, সত্যিকার আহলুস সুন্নাহকে অন্যদের থেকে আলাদা করা কোনো সরল, সহজ বিষয় হিসেবে ধরা যায় না।
[আর-রাদ্দুল ইলমি আলা মুনকারি তাসনিফ: পৃ. ২৩]
সোর্স: Pristine Methodology