‘রায় দেওয়ার আগে দলিল খুঁজুন এবং দলিল খোঁজার আগে রায় দিবেন না’
শাইখ ইবন উসাইমিন (رحمه الله) বলেছেন:
আপনার বিশ্বাসের সাথে মিল হওয়ার জন্য নুসুসকে বিকৃত করার ব্যাপারে সাবধান হোন, বরং (ইসলামি) নুসুসের আলোকে আপনার বিশ্বাস গড়ে তুলুন। এজন্য বলা হয়, ‘রায় দেওয়ার আগে দলিল খুঁজুন এবং দলিল খোঁজার আগে রায় দিবেন না যার ফলে আপনি ভুলে পতিত হন।’
[শারহু উমদাতিল আহকাম, ২য় খণ্ড, ৩৯৫ পৃ.]
সোর্স: AbuHafsahKK