‘তাকে তার প্রথম নামে ডেকো না...’
আবু হুরাইরাহ (رضي الله عنه) দুজন লোককে দেখতে পেলেন এবং তাদের একজনকে বললেন:
‘‘এইলোকটা তোমার কে?’’ “আমার বাবা”, লোকটা উত্তর দিল। আবু হুরাইরাহ প্রত্যুত্তরে বলেন, “তাকে তার প্রথম নামে ডেকো না, তার অগ্রে হেঁটো না, এবং তার আগে বসো না।”
[আল-আদাব আল-মুফরাদে আল-বুখারি কর্তৃক সংগৃহীত, ৪৪ নং, আল-মুহাদ্দিস আল-আলবানি কর্তৃক সহিহ সাব্যস্ত]
সোর্স: IbnAkhdar (X)