নামে নয়, কাজে সালাফি হোন | শাইখ সালিহ আল-ফাওযান
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
সোর্স: Ar-risaalah Publications
নিজেকে সুন্নাহ পালনকারী ও একজন সালাফি হিসেবে দাবি করা ব্যক্তি মাত্রই সেরকম নয়। তার অবশ্যই সালাফদের মানহাজ জানা দরকার; সুন্নাহর ইলম এবং তা শেখা; এবং এর বুঝের ক্ষেত্রে দক্ষ হওয়া যাতে করে সে তা ঠিকভাবে পালন করতে পারে।[শারহুল উবুদিয়্যাহ: ৮৬ পৃ.]
সোর্স: Ar-risaalah Publications