শরিয়াহ গর্হিত কাজে আমিরের আনুগত্য ত্যাগ ওয়াজিব, তবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ না যতক্ষণ তারা সালাত আদায়কারী হবে
নবি (ﷺ)-এর সহধর্মিণী উম্ম সালামাহ (رضي الله عنها)-এর সূত্রে বর্ণিত, নবি (ﷺ) বলেন:
“তোমাদের ওপর এরূপ কতিপয় আমির নিযুক্ত হবে, তোমরা তাদেরকে ভালো ও খারাপ কাজ করতে দেখবে। যে তাদের খারাপ কাজকে ঘৃণা করল সে দোষ থেকে মুক্ত এবং যে তাদের খারাপ কাজ প্রত্যাখ্যান করল সেও (আল্লাহর গযব থেকে) নিরাপদ। কিন্তু যে তাদের খারাপ কাজে সন্তুষ্ট থাকল এবং সেসবের অনুসরণ করল (সে ক্ষতিগ্রস্ত হলো)।” লোকেরা জানতে চাইল, ‘ইয়া রাসুলুল্লাহ, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না?’ তিনি বললেন, “না, যতক্ষণ তারা সলাত আদায়কারী থাকবে।”
“ঘৃণা ও প্রত্যাখ্যান করা” অর্থাৎ, যে অন্তর থেকে তাদের অপছন্দ করল এবং অন্তর থেকে প্রত্যাখ্যান করলো
[সহিহ মুসলিম, হাদিস নং ৪৫৭০]
সোর্স: sahihmuslim.com