মানুষের প্রশংসা ও সমালোচনা | মালিক বিন দিনার

সালাফি দাওয়াহ বাংলা
আত-তাবিয়ি মালিক বিন দিনার (মৃ. ১২৭হি, رحمه الله) বলেন:
“যখন থেকে আমি মানুষকে জানলাম, আমি তাদের প্রশংসায় না আনন্দিত হয়েছি, না তাদের দোষারোপকে অপছন্দ করেছি।”

জিজ্ঞেস করা হলো, ‘‘তা কেন?’’

তিনি বলেন, ‘‘কারণ, তাদের প্রশংসাকারী বাড়াবাড়িতে লিপ্ত হয় আর তাদের সমালোচনাকারী বাড়াবাড়ি করে।’’
[দেখুন: আল-খাত্তাবির আল-উযলাহ (৬১), আল-বায়হাকির আয-যুহদ আল-কাবির (১৫৪), আল-বাগদাদির আয-যুহদ আল-খাতিব (৬২), তারিখ দিমাশক (৪১৮/৫৬)]

সোর্স: umarquinn.com
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url