মানুষের প্রশংসা ও সমালোচনা | মালিক বিন দিনার
আত-তাবিয়ি মালিক বিন দিনার (মৃ. ১২৭হি, رحمه الله) বলেন:
সোর্স: umarquinn.com
“যখন থেকে আমি মানুষকে জানলাম, আমি তাদের প্রশংসায় না আনন্দিত হয়েছি, না তাদের দোষারোপকে অপছন্দ করেছি।”[দেখুন: আল-খাত্তাবির আল-উযলাহ (৬১), আল-বায়হাকির আয-যুহদ আল-কাবির (১৫৪), আল-বাগদাদির আয-যুহদ আল-খাতিব (৬২), তারিখ দিমাশক (৪১৮/৫৬)]
জিজ্ঞেস করা হলো, ‘‘তা কেন?’’
তিনি বলেন, ‘‘কারণ, তাদের প্রশংসাকারী বাড়াবাড়িতে লিপ্ত হয় আর তাদের সমালোচনাকারী বাড়াবাড়ি করে।’’
সোর্স: umarquinn.com