বলপ্রয়োগে ক্ষমতা নেওয়া শাসক এবং তার বিরুদ্ধে বিদ্রোহ
শাইখ আব্দুল লতিফ ইবনু আব্দুর রহমান ইবনু হাসান আল আশ-শাইখ আন-নাজদি (رحمه الله) বলেছেন:
এবং আহলুল ইলমরা... উত্তম ব্যাপারগুলোতে ঐ ব্যক্তির আনুগত্য করার বিষয়ে সর্বসম্মতিক্রমে একমত, যে বলপ্রয়োগ করে তাঁদের ওপর ক্ষমতা অর্জন করে। তাঁরা মনে করেন তার আদেশ পালন করা এবং তার ইমামাহ, নেতৃত্বের বৈধতা ধরে রাখা জরুরি। এ বিষয়ে (তাদের মধ্যকার) কোনো দুই ব্যক্তির মাঝে মতভেদ নেই। তাঁরা আরো মনে করেন, তরবারি নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করা এবং উম্মাহকে বিভক্ত করা নাজায়েয, এমনকি নেতারা গুনাহগার যদিও হয়, যতক্ষণ না তাঁরা প্রকাশ্য কুফরি দেখতে পায়। (নিশ্চয়ই) এ বিষয়ে (এই ফুকাহাদের) চার ইমাম এবং তাঁদের ন্যায় তাঁরা ছাড়া অন্যান্যদের বিভিন্ন নুসুসে (texts) তা উপস্থিত।
[মাজমুউর রাসাইল ওয়াল মাসাইলুন নাজদিয়্যাহ: ৩/১২৮]
সোর্স: TROID, Toronto, Canada