দাড়ি বেকসুর | শাইখ মুকবিল আল-ওয়াদিঈ
দাড়িওয়ালা কেউ যদি মিথ্যুক হয়, দাড়িওয়ালা কেউ যদি প্রতারক হয়, দাড়িওয়ালা কেউ যদি চোর হয়; দোষ দাড়ির নয়, দোষ দাড়িওয়ালার। আর দাড়ির ক্ষেত্রে, এর কোনো দোষ নেই। এটা মানবপ্রকৃতির বৈশিষ্ট্যসমূহের একটি। এবং তা আল্লাহর রাসুলের (তাঁর ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক) সুন্নাহও, যার ব্যাপারে তিনি আদেশ দিয়েছেন এবং ওয়াজিব করেছেন।
— শাইখ মুকবিল বিন হাদি আল-ওয়াদিঈ (رحمه الله)
[ইজাবাতু আস-সাইল আলা আহাম আল-মাসাইল: পৃ. ২২২]