হাদিস: যে শাসকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন
ইয়ালা মাকিল ইবনু ইয়াসার (رضي الله عنه) থেকে বর্ণিত,
প্রজাদের প্রতি শাসকদের সদয় ও দয়ার্দ্র আচরণ করা, কোমল হওয়া, তাদের কল্যাণ কামনা করা এবং তাদের প্রতি স্নেহশীল হওয়া নির্দেশিত হয়েছে। অন্যদিকে, প্রজাদের ধোঁকা দেওয়া, তাদের প্রতি কঠোর হওয়া, তাদের কল্যাণ উপেক্ষা করা এবং তাদের প্রয়োজন সম্পর্কে উদাসীন হওয়া নিষিদ্ধ।
‘আমি রাসুলুল্লাহকে (ﷺ) বলতে শুনেছি:
“কোনো বান্দাকে আল্লাহ কোনো প্রজার ওপর শাসক বানালে, যেদিন সে মরবে সেদিন যদি সে প্রজার প্রতি ধোঁকাবাজি করে মরে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন।”
[রিয়াদুস সালিহিন: ৬৫৩]