মিলাদুন্নবি ও লোভী মানুষদের লাভ | আল্লামাহ তাজুদ্দিন আল-ফাকিহানি
মিলাদুন্নবি সম্পর্কে জিজ্ঞেস করা হলে আল-আল্লামাহ তাজুদ্দিন আল-ফাকিহানি (رحمه الله, মৃ. ৭৩৪হি) বলেন:
এই জন্মদিনের (উদ্যাপন) ভিত্তি সম্পর্কে আমার জানা নেই, না (আল্লাহর) কিতাব থেকে, না সুন্নাহ থেকে। এ কাজটি এই উম্মাহর এমন কোনো উলামা থেকেও বর্ণিত হয়নি যারা দ্বীনের আদর্শ হিসেবে বিবেচিত হন এবং পূর্ববর্তীদের পথকে আঁকড়ে ধরেন। বরং, এটি অলস কর্তৃক তাদের স্বার্থপর আকাঙ্ক্ষার কারণে আবিষ্কৃত একটি বিদআত যার মাধ্যমে লোভী মানুষেরা এ থেকে লাভবান হতে পারে।
[আল-মাওরিদ ফি আমাল আল-মাওলিদ, ‘রাসাইল ফি হুকমিল ইহতিফাল বিল মাওলিদ আন-নাবাওয়ি’ নামক কিতাব থেকে, পৃ. ০৮]