কাবায় তাওয়াফরত এক খারিজির হিদায়াতপ্রাপ্তি | আল-লালিকাঈ

সালাফি দাওয়াহ বাংলা
আল-লালিকাঈ (মৃ. ৪১৮হি) লিখেন, আবুল আব্বাস মুহাম্মাদ বিন ইয়াকুব বলেছেন:

দুই খারিজি কাবায় তাওয়াফ করছিল, তখন একজন আরেকজনকে বলল:

“এই সৃষ্টিজগতে শুধু তুমি আর আমি ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না।”

তার বন্ধু বলল:

“কিন্তু জান্নাতের বিস্তৃতি তো আসমান ও জমিনের বিশালতা থেকেও বেশি। আর সেটা শুধু তোমার-আমার জন্য তৈরি হয়েছে??”

সে জবাব দিল:

“হ্যাঁ।”

তারপর সে বলল:

“না, তা নিশ্চয়ই শুধু তোমারই জন্য।”

অতঃপর সে খারিজিদের মানহাজ পরিত্যাগ করে এবং হিদায়াতপ্রাপ্ত হয়।

[ইমাম আল-লালিকাঈর শারহু উসুল আল-ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ: ৭/১৩০৭]

সোর্স: abukhadeejah.com
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url