খারিজিদের দ্বীনদারিতা | ইবনুল জাওযি
ইবনুল জাওযি (মৃ. ৫৯৭হি) বলেন:
‘‘তারা (খাওয়ারিজ) শিশুদের হত্যা করার বৈধতা দিয়েছিল, অথচ তারা মূল্য পরিশোধের আগে কোনো গাছের ফল খাওয়া বৈধ মনে করতো না! তারা ইবাদাতে নিজেদের ক্লান্ত করে ফেলতো এবং আল্লাহর আনুগত্যে প্রায়শই রাত জাগতো, অথচ তারাই অন্যান্য মুসলিমদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিল। এমনকি শয়তান নিজেও তাদের অসৎকাজের সীমার ব্যাপারে কোনো ধারণা করতে পারেনি।”
[তালবিস ইবলিস, পৃ. ৯১]
শুধুমাত্র চরম অজ্ঞ, উন্মাদ, নির্বোধ বা এই তিনের সংমিশ্রণ থাকা ব্যক্তিই এমন মতবাদ সমর্থন করতে পারে।
সোর্স: abukhadeejah.com