দারিদ্র্য ও দুঃখযাতনাময় পরিস্থিতিতে সালাফগণ
গাসসান বিন আল-মুফাদ্দাল আল-গুলাবি (رحمه الله) বলেছেন:
حدثني بعض أصحابنا قال جاء رجل إلى يونس بن عبيد فشكا إليه ضيقا من حاله ومعاشه واغتماما بذلك فقال أيسرك ببصرك مئة ألف قال لا قال فبسمعك قال لا قال فبلسانك قال لا قال فبعقلك قال لا في خلال وذكره نعم الله عليه ثم قال يونس أرى لك مئين ألوفا وأنت تشكو الحاجة
আমাদের কিছু সহচর আমার কাছে বর্ণনা করেছে যে, এক লোক ইউনুস বিন উবাইদের (মৃ. ১৩৯হি) কাছে আসে এবং তার জীবনযাত্রায় সে কী কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সেটার কারণে তার দুশ্চিন্তার ব্যাপারে অভিযোগ করে। তো তিনি (তাকে) বললেন, ‘তুমি কি এক লাখের (দিনার, দিরহাম) বিনিময়ে তোমার দৃষ্টিশক্তি দিয়ে ফেলার ব্যাপারে খুশি হবে?’ সে বলে, ‘না।’ তিনি বললেন, ‘তোমার শ্রবণশক্তি হলে?’ সে বলে, ‘না।’ তিনি বললেন, ‘তাহলে তোমার জিহ্বা?’ সে বলে, ‘না।’ তিনি বললেন, ‘তোমার আকলের (বুদ্ধি) ব্যাপারে হলে?’ সে বলল, ‘না, কোনো চাহিদা, প্রয়োজনের জন্যই না।’ তারপর তিনি তাকে তার ওপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন অতঃপর বলেন, ‘আমি দেখছি তোমার কাছে লাখ লাখ (দিনার, দিরহাম) রয়েছে অথচ তুমি কি না প্রয়োজনের অভিযোগ করছো!’
Subhanallah!